তরুণ আশিকের দুটি কিডনিই বিকল, সাহায্যের আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:০২ পিএম, ১৯ অক্টোবর ২০২৫
আশিক আলী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ১৭ বছরের তরুণ আশিক আলীর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। অতি দরিদ্র পরিবারের এই কিশোর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন ছাড়া আশিকের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

আশিকের বাড়ি উপজেলার নাগদা ইউনিয়নের জহুরুলনগর গ্রামে। বর্তমানে তিনি নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন, যার ব্যয় প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা।

আশিকের বাবা লাল্টু রহমান একজন দিনমজুর। তিনি বলেন, ‘ছেলের চিকিৎসায় ধার-দেনা করে এরই মধ্যে ৪-৫ লাখ টাকা খরচ করেছি। এখন আর পেরে উঠছি না। ডাক্তার বলেছেন কিডনি প্রতিস্থাপনে ১০ লাখ টাকারও বেশি লাগবে। আমার পক্ষে এই টাকার ব্যবস্থা করা অসম্ভব।’

ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন লাল্টু রহমান। তিনি বলেন, ‘নাগদা ইউনিয়নের কয়েকজন আমাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বড় সহায়তা ছাড়া আশিককে বাঁচানো সম্ভব না। আমি সবার কাছে সহযোগিতা চাই।’

হুসাইন মালিক/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।