অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০২৫
অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন জেলেরা

 

সমুদ্রে কাঠের তৈরি অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলেরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের আবু সাঈদ চত্বরে এসে মানববন্ধন করে।

সমাবেশে বক্তারা বলেন, কাঠের তৈরি ট্রলারে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। শত শত নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে ৪০ মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে। কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট ৫-১০ মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। এসব ট্রলিং বোটের ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল।

অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

তারা বলেন, মৎস্য শিকার আইন লঙ্ঘন করে দেশীয় পদ্ধতিতে তৈরি করা ট্রলিং বোট উপকূলের কাছাকাছি থেকে নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে সব প্রজাতির মাঝে ও মাছের পোনা ধ্বংস করছে। ফলে সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বৈধভাবে মাছ শিকার করা জেলেরা। এজন্য অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।

মানববন্ধনে পাথরঘাটা, পিরোজপুর, মঠবাড়িয়া, শরণখোলা ও বাগেরহাটের জেলে ও মৎস্যজীবী নেতারা এতে অংশ নেন।

নুরুল আহাদ অনিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।