শৃঙ্খলা ভঙ্গ

সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত, অন্যজনকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২১ অক্টোবর ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতাকে শাস্তির মুখোমুখি করেছে দলটি। এর মধ্যে লিটন মিয়া নামে বিএনপির এক নেতার সব পদ স্থগিত এবং ওমর ফারুক নামে অন্যজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

লিটন মিয়া সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আর ওমর ফারুক ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

সোমবার (২০ অক্টোবর) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া চিঠিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে আপনাকে (লিটন মিয়া) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও আপনি সংশোধন হননি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে আপনার সব পদ স্থগিত করা হলো। এখন থেকে আপনি দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

অপর নোটিশে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে আপনাকে (ওমর ফারুক) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী তিনদিনের মধ্যে তা লিখিত আকারে জবাব দিতে নির্দেশনা দেওয়া হলো।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জাগো নিউজকে জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনের সব পদ স্থগিত ও আরেকজনের অভিযোগ প্রাথমিক যাচাইয়ের জন্য শোকজ করা হয়েছে।

এম এ মালেক/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।