ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনোয়ারুল হক (৭২) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনোয়ারুল হক ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, ১৫ অক্টোবর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন আনোয়ারুল হক। ডেঙ্গু শনাক্তের পাশাপাশি ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে ভুগছিলেন তিনি। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারুল হক।

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৭৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৫২ জন, মহিলা ২১ জন ও শিশু রয়েছে ছয়জন। চলতি বছরে ১০ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।