নারায়ণগঞ্জ নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে ঠিকাদারের মো. রিপন মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের নতুন কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মো. রিপন মিয়া ভোলার লালমোহন এলাকার মোস্তফা কবিরাজের ছেলে। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে শহরের দেওভোগ এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

রিপন মিয়ার ছোট ভাই ইমাম হোসেন বলেন, আমার ভাই অনেকদিন ধরেই রাজমিস্ত্রীর ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন। এদিন আইনজীবী সমিতির ভবনের পঞ্চম তলায় কাজ শুরু হয়। কাজের শুরুতেই আমার ভাই মিনিক্রেন দিয়ে পঞ্চম তলায় মালামাল উঠানো পরীক্ষা করে দেখছিলেন। ক্রেন চালু করার সঙ্গে সঙ্গেই কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনে নিজে ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা হারুন বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, দুপুরের নামাজের সময় শুনেছি ভবন থেকে একজন নিচে পড়ে গেছে। এরপর নিচে গিয়ে দেখি ঠিকাদার পড়ে গেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।