মাগুরায় ভেজাল শিশু খাদ্য বিক্রি, দুই দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

মাগুরায় ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে দুই দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান সূত্র জানায়, শিশুদের নানা ধরনের খেলনার লোভনীয় সব খেলনা দেখিয়ে নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য বিক্রি করছে। বারবার জরিমানা করার পরেও কমছে না এসব পণ্য বেচাকেনা। এসব খাবারের নেই কোনো নাম নেই কোনো মেয়াদ যা বাচ্চাদের জন্য অশনিসংকেত। এসব খাবারের ভেতরে আছে ড্রিংক্স, চকলেট, চাটনি, বিস্কুট, জুসসহ নানা ধরনের খাবার।

মাগুরায় ভেজাল শিশু খাদ্য বিক্রি, দুই দোকানির জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অভিযানে জব্দ করা সব নকল পণ্য পুড়িয়ে ফেলা হয়েছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।