নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ অক্টোবর ২০২৫

নরসিংদীর মাধবদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশাচালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন। এসময় মাধবদী থেকে আসা একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলে সিয়াম নামে এক যাত্রী মারা যান। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশাচালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘রাতে বাসচাপায় দুজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবর আমরা এখন পাইনি। এবিষয়ে খবর নেওয়া হচ্ছে। আর বাসটি জব্দ করা হয়েছে।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।