নাকুগাঁও চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিক হস্তান্তর


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২০ জুন ২০১৬

দশ বছর সাজা ভোগ শেষে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ওরারাও মুছমাতারি (৩০) নামে ওই ভারতীয় নাগরিক ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষীপুর থানার ফকিরাপাড়া গ্রামের রুপেন্দ্র মুছমাতারির পুত্র। অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ১০ বছর আগে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার বিজিবি টহল দলের হাতে ধরা পড়ে। পরে তাকে আদালত ১০ বছরের সাজা দেন। সম্প্রতি দু`দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এস আই নজরুল ইসলাম জানান, ভারতীয় এই নাগরিককে সোমবার দুপুরে ভারতের বারাঙ্গাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি পি মারাকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফের কোম্পানি কমান্ডার এম সি কালিতা ও বিজিবির হাবিলদার নিতিশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।