এ কেমন শত্রুতা!


প্রকাশিত: ০৪:০৭ এএম, ২১ জুন ২০১৬

পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার চাঁদপুর গ্রামে ২ কৃষকের প্রায় সাড়ে ৩ বিঘা জমির পেয়ারাগাছ ও মেহগনি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় কৃষক আরিফ সরদার বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, রাতে চাঁদপুর গ্রামের কৃষক আরিফ সরদার ও আলামিনের ৩ বিঘা জমিতে দুবৃর্ত্তরা হানা দিয়ে পেয়ারা গাছ ও মেহগনি গাছ কেটে দেয়। সকালে ওই দুই কৃষক মাঠে গিয়ে দেখতে পান সকল পেয়ারা গাছ মাটিতে লুটিয়ে আছে।

এতে কৃষক আরিফ সরদার ও আলামিনের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।