দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর বৃক্ষ চারা বিতরণ


প্রকাশিত: ০৮:২২ এএম, ২১ জুন ২০১৬

বৃক্ষরোপনে জনগণকে উদ্বুদ্ধ করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিগত বছরের ধারাবাহিকতায় গুইমারা সেনা রিজিয়নের অধীন ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙা জোন অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাটিরাঙা জোন সদরে এক অনুষ্ঠানে দেড় হাজার গাছের চারা বিতরণ ছাড়াও জোনের নামাঙ্কিত একটি করে ছাতা বিতরণ করা হয়।

এসময় বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার পরামর্শ দিয়ে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান বলেন, সব ভালো কাজের সঙ্গে অতীতের ন্যায় সেনাবাহিনী আছে ও থাকবে।

আগামী প্রজন্মের জন্য বাসপোযোগী পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে মাটিরাঙা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. শফিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।