লালপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২২ জুন ২০১৬

নাটোরের লালপুরে কৃষক লীগ নেতা বাবুল আক্তারকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় বাবুল আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাবুল আক্তার লালপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং মৃত ছবির উদ্দিনের ছেলে।

আটকরা হলেন, একই গ্রামের রেজাউল মানিকদারের ছেলে আবুল কাসেম (৪০) এবং মৃত ইয়াজউদ্দিনের ছেলে হাবিদুচ রহমান।

পুলিশ জানায়, উপজেলার বরমহাটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা কৃষক লীগের সম্পাদক বাবুল আক্তারের সঙ্গে একই স্কুলের বহিস্কৃত শিক্ষক মিজানের দীর্ঘদিন থেকেই মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ইফতারের কিছু সময় আগে বরমহাটি স্কুল মাঠ থেকে ইফতার কিনে বাড়ি ফেরার পথে মিজানের নেতৃত্বে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাবুল আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে বাবুলকে আসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলা হয়েছে। তবে, চিকিৎসাগত কারণে আহতের পরিবার রাজশাহীতে অবস্থান করায় এখনোও মামলা দায়ের করা হয়নি।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।