পাহাড়ে জেএসএসের সন্ত্রাস বন্ধের দাবি


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৩ জুন ২০১৬

পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগণ। বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে প্লেকার্ড, ব্যানার এবং ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, থোয়াইলা মং মার্মা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, পৌর কমিশনার অজিত দাশ ও এ্যমেচিং মার্মাসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অপহৃত সাবেক ইউপি মেম্বার মংপ্রু মার্মার মুক্তির দাবি জানান। এছাড়াও পাহাড়ে জেএসএসের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

পরে মানববন্ধন শেষে জেএএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ১৩ জুন জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়ি মুখ পাড়ার নিজ বাসা থেকে অস্ত্রধারীরা মংপ্রুকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার জন্য আওয়ামী লীগ জেএসএসকে দায়ী করে বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

সৈকত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।