হাসিনার রায় ঘিরে ফরিদপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৬ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুর জেলাজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন চার প্লাটুন বিজিবি সদস্য।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি থাকবেন চার প্লাটুন বিজিবি সদস্য।

এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরেও প্রতিটি উপজেলা ও মহাসড়কগুলোতে থাকবে পুলিশ-র‌্যাবের টহল টিম।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।