মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১০:০৬ এএম, ২৩ জুন ২০১৬
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল করিম (৩০), মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও আলাউদ্দীন আনুর ছেলে মো. কাওসার (৩৪)।

সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, ২০১১ সালের ১৮ জানুয়ারি ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের একটি আম বাগানে ২০০ গ্রাম হেরোইনসহ আসামিদের আটক করে র‌্যাব-৫। পরে র‌্যাবের উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯এর ক ধারায় মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সেইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদলত। এদের মধ্যে আব্দুল করিম পলাতক।

আব্দুল­াহ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।