মাটিরাঙ্গায় আগুনে বসত-বাড়ি পুড়ে ছাই


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৩ জুন ২০১৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বসত-বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইমরান হোসেন।

পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু দাউদ। ঘটনার দিন তিনি ও তার স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগে বোরকা পরিহিত চার ব্যক্তি তার বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এসময় বাড়িতে তার পুত্রবধূ ছাড়া আর কেউ ছিলনা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এতে তার ঘরে থাকা ধান-চাল, নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে যায়।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু দাউদ তাকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পিতভাবেই তার বসত ঘরে আগুন দেয়া হয়েছে দাবি করে বলেন, এর আগেও তার বাড়ির সামনে কবর খোড়াসহ রাস্তায় পুরনো জুতা লটকে দিয়েছিল স্থানীয় কতিপয় দুস্কৃতকারী।

এদিকে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

এসময় তিনি অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মো. আবু দাউদকে নগত আর্থিক সহায়তা করেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল ও সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বাবু এসময় উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।