ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যুক্ত হচ্ছে জোড়া ট্রেন


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৫ জুন ২০১৬
ফাইল ছবি

ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রেলপথে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক থেকে দেড় মাসের মধ্যে এই আন্তঃনগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। আর এর মধ্যদিয়ে নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

জানা গেছে, গত বছরের নভেম্বরে নেত্রকোনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানের কাছে ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রেলপথে আর একটি নতুন ট্রেন সংযোজনের দাবি জানান বক্তারা।

ঢাকায় ফিরে তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে নতুন একটি ট্রেনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার অনুরোধে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন গত মে ঢাকা থেকে হাওর অঞ্চলের শেষ স্টেশন মোহনগঞ্জ পর্যন্ত রেলযোগে পরিদর্শন করেন।

এ সময় মোহনগঞ্জ-খালিয়াজুড়ী এবং মদন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেবেকা মমিন, এলাকার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহনগঞ্জে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এই রেলপথে একজোড়া এক্সপ্রেস ট্রেন সংযোজনের প্রয়োজনীয়তা অনুধাবন করে মহাপরিচালক বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন। এরই ধারাবাহিকতায় রেলপথ মন্ত্রণালয় ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনার প্রস্তাব পেশ করে। প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করেন।

নেত্রকোনার সন্তান ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১(অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান জানান, `জাতির জনকের কন্যা শেখ হাসিনা জনগণের কোনো আবদারই অপূর্ণ রাখেন না। নেত্রকোনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি ট্রেন দুটির ব্যবস্থ্য করেছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জাগো নিউজকে জানান, রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন হয়েছে । দ্রুত এই রেলসড়কে নতুন দুটি ট্রেন চালু হবে। আর ট্রেন দুটি চালু হলে হাওরাঞ্চলের উৎপাদিত মাছ, ধানসহ সকল পণ্য সহজেই রাজধানীতে পৌঁছাবে। আর এই অঞ্চলের মানুষেরও যোগাযোগের ক্ষেত্রে নিরাপদ ভ্রমণের মাইলফলক সৃষ্টি হবে।

কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।