নীলফামারী জেলা বিএনপি নেতা তপনের পদত্যাগ


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৬ জুন ২০১৬

নীলফামারী জেলা বিএনপির নেতা তিমির কুমার বর্মন দলের সকল পদ থেকে পদত্যাগসহ স্বেচ্ছায় অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা ও সদর উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ছাড়াও সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সভাপতি পদের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া জেলা সদরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক পদে কর্মরত থাকায় পেশাগত দায়িত্ব পালন ,শারীরিক ও মানসিক অবস্থার কারণে নীলফামারী বিএনপির সব ধরনের দায়িত্বপ্রাপ্ত পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেন।

এ সংক্রান্ত একটি পত্র তিনি গত ২০ জুন ডাকযোগে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণের মাধ্যমে অবগত করেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তার বিএনপি থেকে পদত্যাগ করার ঘটনায় তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও সাংবাদিকদের জানান।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামচ্ছুজ্জামান জামান জানান, তিমির কুমার বর্মন তপন দল থেকে অবসর গ্রহণের কোনো পত্র তার হাতে আসেনি।

জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।