পঞ্চগড়ে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত


প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৬ জুন ২০১৬

পঞ্চগড়ে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে মানবাধিকার সংগঠন অধিকার এর পক্ষ থেকে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পঞ্চগড় প্রেসক্লাবের সামনে পঞ্চগড়-দেবীগঞ্জ জেলা সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী সফিকুল আলম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন উর রশিদ, স্থানীয় পত্রিকা পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলীল তালুকদার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।

এনটিভির সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সকালের খবরের সামসদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির আব্দুর রহিম, বাংলা ভিশনের মোশাররফ হোসেন, প্রথম খবরের গোফরান বিপ্লব, পঞ্চগড় তালাশ এর আসাদুজ্জামান আপেল, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান।

অধিকার এর হিউম্যান রাইটস ডিফেন্ডার ও পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী নুর আলম হোসাইন সৌরভ, মো. নুরুজ্জামান, বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি, মানবাধিকারকর্মী, কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সফিকুল আলম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।