পঞ্চগড়ে ই-মোবাইল কোর্টে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৬ জুন ২০১৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পঞ্চগড়ে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট)। রোববার বিকেলে এই জরিমানা করা হয়।

ই-মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মো. সানোয়ার হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, নিরিবিলি হোটেলের মালিক রোশনা বাগ এলাকার আশরাফুল আলম ও শান্তি হোটেলের মালিক পূর্ব জালাশী এলাকার আমির হোসেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনলাইন ভিত্তিক এই ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পঞ্চগড় পৌরসভার সেনেটারি ইন্সেপেক্টর হুমায়ুন কবীর ও সদর থানার এসআই আব্দুল জব্বার।

এর আগে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রি এবং মূল্য তালিকা না থাকার দায়ে প্রথম বারের মত ই-মোবাইল কোর্টের মাধ্যমে সেন্ট্রাল প্লাজার পালকি নামে একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ই-মোবাইল কোর্ট এর বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন বলেন, পঞ্চগড়ে বর্তমানে অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ দণ্ডবিধির ২৭৩ ধারায় দুই হোটেল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সফিকুল আলম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।