শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামিনে মুক্ত


প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৭ জুন ২০১৬

শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন হাওলাদার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেল ৩টায় শরীয়তপুর জেলা কারাগার থেকে মুক্তিপান তিনি । এসময় কারা ফটকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

জানা যায়, গত বছরের ৭ এপ্রিল দুপুরে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারের সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমি এলাকায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম সরকারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তার ভাই নয়ন সরকারসহ ১০ জন আহত হন।

এ ব্যাপারে তাজুল ইসলাম সরকারের স্ত্রী তানিয়া আক্তার পালং মডেল থানায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারকে হুকুমের আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে আলমগীর হোসেনকে কারাগারে প্রেরণ করেন আদালত।

মো: ছগির হোসেন/এসকেডি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।