চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ৪ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জে,এম, নাহিদ নাহিয়ানের সহযোগিতায় শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ মেসার্স জনকল্যাণ মেডিকেল স্টোর মোর্সার নূর ফার্মেসিসহ চার ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের দায়ে চারজন ফার্মেসি মালিককে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বিভিন্ন ফার্মেসি থেকে বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ কিংবা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।