ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গণঅধিকার পরিষদের ফারুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫
ফারুক হাসান। ছবি-সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার রঞ্জন কুমার দাসের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সোবহান, জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বারেক, হরিপুর উপজেলা সভাপতি সুমন সরকার এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

ফারুক হাসান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য।

তানভীর হাসান তানু/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।