কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান, নাজমুল হাসানের বাবা রমজান আলী, ইউপি সদস্য আলাউদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাউয়ুম হাউদ, যুব অধিকার পরিষদের নেতা হানিফ আবির ও মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, আমি সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় আমার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জমা দেওয়ার সময় আমি উপস্থিত থাকবো।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে শেখ হাসিনার পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি, আমার প্রাণপ্রিয় মেঘনাবাসী ও দাউদকান্দিবাসী যদি আমার পাশে থাকে, তারা যদি আমাকে সন্তান সমতুল্য হিসেবে পাশে থাকে, তাহলে আমি মেঘনা-দাউদকান্দি থেকে যে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তা বন্ধ করবো।

তিনি আরও বলেন, ঢাকার সবচেয়ে কাছের একটি আসন কুমিল্লা-১। সেখানে যোগাযোগের অবস্থা খুবই ভয়ঙ্কর। সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও আধুনিকায়ন করা, হাসপাতালে চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে কাজ করবো। এছাড়াও মেঘনা ও দাউদকান্দিতে থানাভিত্তিক এবং উপজেলাভিত্তিক চাঁদাবাজি, নৌপথে-বাসস্ট্যান্ডে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।