তেতুঁলিয়া-ঢাকা মহসড়ক অবরোধ


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ৩০ জুন ২০১৬

পঞ্চগড়ে পরিবহন শ্রমিককে আইনজীবী কর্তৃক মারধরের ঘটনায় আইনজীবী সমর্থক ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতারের দাবিতে সকাল ১০টা থেকে তেতুঁলিয়া-ঢাকা মহসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।

এদিকে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে বিজিবির টহলসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত পাড়ায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করেন কয়েকজন পরিবহন শ্রমিক। এ ঘটনার জের ধরে এক বাসচালককে মারধর করে আইনজীবী নজরুলের সমর্থকরা।

সফিকুল আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।