মাগুরায় ১১ ইটভাটা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬

মাগুরায় ১১ ইটভাটায় অভিযান চালিয়ে পঁচিশ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দিনভর সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম।

অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।