আইনজীবী সমিতিতে হামলা : বিচারপ্রার্থীরা দুর্ভোগে


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩০ জুন ২০১৬

পঞ্চগড়ে আইনজীবী কর্তৃক পরিবহন শ্রমিককে মারপিটের ঘটনায় সাত ঘণ্টা সড়ক অবরোধ করে শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে লাঞ্ছিত করে কয়েকজন পরিবহন শ্রমিক। সকাল ১০টা নাগাদ ওই আইনজীবীর সমর্থকরা তেঁতুলিয়াগামী একটি বাসের চালককে মারপিট করে।

পরে অভিযুক্ত আইনজীবী নজরুল ইসলাম এবং মদদদাতা হিসেবে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সড়ক অবরোধ শুরু করে শ্রমিকরা। এ ঘটনায় আদালত পাড়ায় বিজিবির টহলসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ শ্রমিকরা আইনজীবী সমিতি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় সমিতির দরজা-জানালাসহ প্রায় অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পেশাগত কাজ করতে গেলে মারমুখী শ্রমিকরা প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ এবং ৭১ টিভির মো. রফিকুল ইসলামকে লাঞ্ছিত করে।

এক পর্যায়ে শ্রমিকরা জজ কোর্টের চারদিকে অবস্থান নিয়ে আইনজীবীদের অবরুদ্ধ করে রাখে। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আইনজীবী, আইনজীবী সহকারী এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ উত্তেজনা বিরাজ করে। সকাল থেকেই স্থবির হয়ে যায় আদালতের সব রকম বিচার কাজ।

অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। বিশেষ করে মাসের শেষ কার্যদিবসেও আদালতে বিচারকাজ না হওয়ায় অনেকে হতাশ হয়ে পড়েন। চরম দুর্ভোগে পড়েন ঈদের কেনাকাটা করতে আগত লোকজন। বিকেলে প্রশাসন ও শ্রমিক নেতারা শুক্রবার বিকেলে বৈঠক বসতে একমত হলে অবরোধ স্থগিত করে শ্রমিকরা।

পঞ্চগড় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, পিপি আমিনুর রহমানের নেতৃত্বে আমাদের নিরীহ বাস চালককে অন্যায়ভাবে বেদম মারপিট করা হয়েছে। তার কোনো দোষ ত্রুটি থাকলে আমাদের জানানো যেতো। তিনি বর্তমানে রংপুরে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা আইনজীবীদের লক্ষ্য করে ইট পাটকেল ও জুতা নিক্ষেপ করছিল। আমরা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে মারমুখী শ্রমিকরা আমাদের আক্রমণ করে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, শুক্রবার বিকেলে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হওয়ায় শ্রমিকরা অবরোধ স্থগিত করেছে।

সফিকুল আলম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।