লালমনিরহাটে একই পরিবারের ৩ জনের মৃত্যু


প্রকাশিত: ১০:০৪ এএম, ০২ জুলাই ২০১৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার উত্তরদল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই গ্রামের আবদুল গফুরের স্ত্রী পারুল বেগম (৩৫), তার ছেলে রানা (১০) ও মেয়ে রিতু (০৩)। রানা দলেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশে ক্ষেতে জমে থাকা পানিতে মাছ শিকারে যায় ছেলে রানা। সেখানে পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। বিষয়টি দেখে রানার সহপাঠী সোহেল তার মা পারুলকে ঘটনাটি জানায়। এ সময় তিনি তার শিশুকন্যাকে কোলে নিয়ে ছেলে রানাকে বাঁচাতে ক্ষেতের পানিতে নামে। এতে পারুল ও তার মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রবিউল/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।