শেরপুরে দুস্থদের মাঝে পুলিশের ঈদ উপহার
শেরপুরে গরিব ও দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার শেরপুর পুলিশ লাইনস মাঠে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম।
উপহার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, জেলার সদর উপজেলার ২ হাজার ২০০ গরিব-অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিজস্ব অর্থায়নে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপারপত্নী বিবি হাওয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. শাহনেওয়াজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবনী, সদর থানার ওসি মো. নজরুল ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/আরএস/এমএস