পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহলে ভোটার তালিকা শুরু
পঞ্চগড়ের ৩ উপজেলার বিলুপ্ত ৩৬ ছিটমহলে একযোগে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এজন্য বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংগ্রহ করা হচ্ছে।
রোববার থেকে টানা ৭ দিন তালিকা প্রনয়ণের কাজ চলবে। জেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ১১ জন তত্ত্বাবধায়ক এবং ৪১ জন তথ্য সংগ্রহকারী নতুন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তালিকায় অর্ন্তভুক্ত হলে নাগরিক সুবিধা বঞ্চিত বিলুপ্ত ছিটমহলবাসীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটার আইডি কার্ড পাবেন। এ নিয়ে বেশ খুশি তারা।
বিলুপ্ত ছিটমহলে তথ্য সংগ্রকারী সূত্র জানায়, পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার ৯টি ইউনিয়নে ছিল ৩৬টি তৎকালীন ভারতীয় ছিটমহল। এসব ছিটমহলের মধ্যে ১৭টি ছিটমহলে জনবসতি আছে। সম্প্রতি গণনা মতে এসব এলাকায় ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার ৫০০।
ছিটমহল বিলুপ্ত ঘোষণা হলেও সেখানকার অধিবাসীরা ভোটার না হওয়ায় সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে ৩ উপজেলার ৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন স্থগিত করা হয়। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুরু হলো বিলুপ্ত বিভিন্ন ছিটমহলেও ভোটর তালিকা তৈরি। দীর্ঘ দিন পর হলেও স্বপ্ন পূরণে খুশি নতুন এই ভোটাররা।
জানা গেছে, গত বছরের ৩১ জুলাই ভারত-বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় করা হয়। ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের অভ্যন্তরে ১১১ বিলুপ্ত ভারতীয় ছিটমহলের মোট ৩৭ হাজার ৫৩৫ জন বাসিন্দা বাংলাদেশি নাগরিকত্বের আবেদন জানান।
সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলের তথ্য সংগ্রহকারী মো. ভুট্টো আলম বলেন, বিলুপ্ত বিভিন্ন ছিটমহলে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। ১৬ জুলাই পর্যন্ত তালিভূক্তির কাজ চলবে। এরপর তাদের ভোটার আইডি কার্ড দেওয়া হবে।
সফিকুল আলম/এফএ/পিআর