শরীয়তপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ১৬ জুলাই


প্রকাশিত: ০৭:১২ এএম, ১২ জুলাই ২০১৬

শরীয়তপুরে ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় শরীয়তপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।
   
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।

জেলায় মোট জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার ৩শ ৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৮শ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ৫ হাজার ২শ ৪৪জন হেলথ ওয়ার্কার ও ভলান্টিয়ার কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. মশিউর রহমান, শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ডা. শাহনাজ নাজিয়া ও জেলা সেনেটারি ইনস্পেক্টর পরিমল মন্ডলসহ জেলার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।