ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১২ জুলাই ২০১৬

বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

জনতার হাতে আটক মো. তোফাজ্জল হোসেন পানছড়ির ৫নং উল্টাছড়ি ইউনিয়নের উল্টাছড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে এবং পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের ছোট ভাই।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার জানান, উপজেলার মোহাম্মদপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলে তোফাজ্জল হোসেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তোফাজ্জল গোপনে প্রেমিকার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার বড় ভাই টের পেয়ে তোফাজ্জলকে আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে জানালে পানছড়ি থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ওই ছাত্রীর বাবা মো. কবির টেইলার বাদী হয়ে ছাত্রলীগ নেতা মো. তোফাজ্জল হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।