জঙ্গিদের মদদ দিচ্ছে খালেদা জিয়া


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১২ জুলাই ২০১৬

গুপ্তহত্যা ও জঙ্গিবাদী সংগঠনগুলোকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মদদ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, এতে জামায়াত এবং আন্তর্জাতিক মিত্ররা সহায়তা করছে।  

মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা ওয়ার্কাস পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি ।

জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড তপন কুমার রায়ের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা আরো বলেন, বিএনপি-জামায়াত আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আঁতাত করে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। কিন্তু এটি কোনো দিন সম্ভব হবে না।

তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত বিদেশি মিত্রদের সঙ্গে ষড়যন্ত্র করে দেশের গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করে তারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চাইছে। যার জন্য একের পর এক গুপ্তহত্যা। এর পেছনে খালেদা জিয়ার ইন্ধন রয়েছে।  

ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর কর্মীদের উদ্দেশে ফজলে হোসেন বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি আগেও জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল, এখন আছে। তাই প্রত্যেক নেতাকর্মীকে দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে ১৪ দলের সকল কর্মসূচিতে অংশ নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে ফজলে হোসেন বাদশা বলেন, দুর্নীতিমুক্ত থেকে জনগণকে হয়রানির বাইরে রেখে জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করুন। কারণ স্থানীয় ক্ষমতাসীন দলবাজদের আশ্রয়ে-প্রশ্রয়ে যুদ্ধাপরাধী মৌলবাদীদের কেউ কেউ স্থান পাচ্ছে। এসব বন্ধ করতে হবে। গণতন্ত্রের নামে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদ রুখে দিতে হবে।

কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো মাহমুদুল হাসান মানিক, হবিবর রহমান, নুর মোহম্মদ খান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাবুল আখতার, সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, জেলা যুবমৈত্রীর সভাপতি রনজিত কুমার রায়, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

জাহেদুল ইসলাম/এএম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।