ভৈরবে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যুর হয়েছে। তাদের মধ্যে একজন নারী অপরজন যুবক। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার ভোরে ভৈরব মেঘনা রেলওয়ে সেতুর আশুগঞ্জ পাড়ের কাছে অজ্ঞাত এক যুবকের পা কাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা থানার দৌলতকান্দি শ্রীনিধি রেলওয়ে স্টেশনের কাছ থেকে অজ্ঞাত এক নারীর হাত পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা দুইজনই রাতের কোনো ট্রেনে কাটা পড়ে মারা গেছে।         
      
এ বিষয়ে ভৈরব রেল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, নিহত যুবকের কানে মোবাইলের হেডফোন লাগানোসহ মোবাইলও পাওয়া যায়। তার বাড়ি নোয়াখালী এমন কাগজপত্র পাওয়া গেছে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

আসাদুজ্জামান ফারুক/এএম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।