ইনডোর স্টেডিয়াম হবে শেরপুরে


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৪ জুলাই ২০১৬

শেরপুরে ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

বুধবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের জাতীয় ক্রীড়া পরিষদের ২৪ লাখ টাকার সংস্কার কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।  

উপমন্ত্রী বলেন, ‘বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলাধুলা আয়োজন করার উপযোগী করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ ও মিডিয়া সেন্টার নির্মাণ করা হবে।’

এসময় উপমন্ত্রী জেলা ক্রীড়া সংস্থার জন্য ৫০ হাজার টাকা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য ৫০ হাজার টাকা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার জন্য ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।

শেরপুর স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপমন্ত্রী আরো বলেন, মানবসম্পদ আমাদের সবচেয়ে বড় সম্পদ। ১০ বছর আগেও বাংলাদেশে ক্ষুধা ছিল, দারিদ্র্য ছিল। মানুষ তিন বেলা খেতে পারেনি। অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের ১৬ কোটি মানুষের মেধাকে কাজে লাগিয়ে দেশ মধ্যম আয়ে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাতক্ষীরার কৃষকের সন্তান অখ্যাত মুস্তাফিজ এখন ক্রিকেট দুনিয়া কাঁপাচ্ছে। শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এসব প্রতিভাবান ছেলেদের তুলে আনা সম্ভব হয়েছে। তাই আমাদের সরকার বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে চায়।

এসময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে যারা এসব করছে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এএম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।