বাল্যবিবাহ প্রতিরোধে বাইসাইকেল বিতরণ


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৭ জুলাই ২০১৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ঝড়ে পড়া রোধ, নারী শিক্ষায় আগ্রহ বৃদ্ধিসহ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং লোকাল গর্ভমেন্ট সার্পোট প্রজেক্ট (এলজিএসপি-২) এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীদের ৪০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। তিরনইহাট ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপি-২ পিবিজি আওতায় গ্রামাঞ্চলে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে প্রায় চার লাখ চার হাজার ৬২০ টাকা ব্যয়ে ৯টি ওর্য়াডের স্কুলগামী নারী শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

সফিকুল আলম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।