ফরিদপুরে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৮ জুলাই ২০১৬

ফরিদপুরে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাঁতারু অন্বেষণ প্রতিযেগিতা।
 
সোমবার সকালে জেলার চানমারী আনসার ক্যাম্পের সুইমিংপুলে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মোহম্মদ আব্দুস ছবুর।

Faridpur-Swimming

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম এ আহসান তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সুইমিং ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নাস, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, সুইমিং ফেডারেশনের জাতীয় কোচ তেগুন পার্ক প্রমুখ।

এস.এম. তরুন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।