চুয়াডাঙ্গায় ৪ ইউপি চেয়ারম্যান-মেম্বারের শপথ


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৮ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের এবং দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক সায়মা ইউনুস চেয়ারম্যানদের এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- দামুড়হুদা সদরের শরিফুল আলম মিল্টন, জুড়ানপুরের সোহরাব হোসেন, কুড়ুলগাছীর এনামুল করিম শাহ ইনু ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের খলিলুর রহমান ভুট্টো।

শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৮ মে দামুড়হুদা উপজেলার এই চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সালাউদ্দিন কাজল/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।