শেরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। শেরপুর শহীদ দারোগ আলী পৌর মাঠে সোমবার দুপুরে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম এ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ, অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’- স্লোগানে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌর মাঠে এসে শেষ হয়।
শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌরমেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহকারী বন-সংরক্ষক মো. আব্দুল ওদুদ ভুইয়া প্রমুখ।
জেলা পরিষদ ও শেরপুর পৌরসভার সহযোগিতায় বন-অধিদফতর, কৃষি সম্প্রসারণ-অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করেছে। মেলায় সরকারি বিভাগ ও নার্সারিসহ ৪৯টি স্টলে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষসহ বিভিন্ন দেশি ফলের পসরা বসেছে।
আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বৃক্ষমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
হাকিম বাবুল/এএম/পিআর