পিরোজপুরে তিন মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি


প্রকাশিত: ১১:২৪ এএম, ১৮ জুলাই ২০১৬

পিরোজপুর শহরের সার্বজনীন কালীমন্দিরের পুরোহিত শলীল মুখার্জিসহ রাজারহাটের রামকৃষ্ণ আশ্রম ও পালপাড়ার মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাস ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তপন দাস বলেন, সোমবার সকালে মন্দিরের দেয়াল নির্মাণের শ্রমিক রমেশ চিঠিটি পেয়ে পুরোহিত শলীল মুখার্জিকে দেন। তিনি চিঠি পড়ে হত্যার বিষয়টি জানতে পারেন। চিঠিতে টার্গেট মিশন এখন পিরোজপুর বলে লেখা রয়েছে।

Pirojpur

চিঠিতে আরো লেখা আছে, পিরোজপুরের সব মন্দিরের পুরোহিত, হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য এবং হিন্দু ধর্মের সকল নেতা, চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদেরও হত্যা করা হবে।

তারা আওয়ামী লীগের এক ও বিএনপির বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা মিশন সফল করবে বলে চিঠিতে উল্লেখ করেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

হাসান মামুন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।