শেরপুরে মসজিদ ও থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি
শেরপুরের নকলায় মসজিদ-ইউএনও অফিস, থানা ভবন ও দুই আওয়ামী লীগ নেতার বাসা গ্রেনেড ও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। নকলা উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অনিল কুমার রায়ের বাসায় সোমবার (১৮ জুলাই) রাতে কথিত ‘আইএস’ ও ইসলামী ছাত্রশিবিরের নামে চিঠি দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে নকলা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।
নকলা থানার ওসি গোলাম হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। বিষয়টি জানার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সতকর্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা অনিল রায় জানান, সোমবার রাত ৯টার দিকে তার বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তরা ওই চিঠি রেখে যায়। এ সময় তিনি বাড়ি ছিলেন না। পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে এসে ওই চিঠি পড়েন তিনি।
চিঠিতে ছাত্রশিবির ও আইএসের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, ৫০ সদস্যের একটি দল একযোগে ২০০ গ্রেনেড মেরে অনিল বাবুর বসতবাড়ি, নকলা উপজেলা সদরের সকল মসজিদ, ইউএনও অফিস ও থানা ভবন উড়িয়ে দেওয়া হবে। এছাড়া নকলা শহরের গোলাম স্যারের বাসার ভাড়াটিয়া একটি এনজিওতে কর্মরত বরিশালের বাসিন্দা দুই খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যকেও হত্যা করা হবে।
দুই পৃষ্ঠার ওই চিঠির উপরের অংশ আরবিতে লেখা এবং নিচের অংশ আরবির বাংলা অনুবাদ করা হয়েছে। শেষাংশে বলা হয়েছে, ‘যেকোনো মূল্যে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমরা জীবন দিতে প্রস্তুত। মৃত্যুকে পরোয়া করি না।’
নকলা থানার ওসি মো. গোলাম হায়দার বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি জিডি করা হয়েছে। কারা চিঠি দিয়েছে তা খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জাগো নিউজকে বলেন, প্রায় আট মাস আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভবন উড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দিয়ে আমাদের কাছেও কাফনের কাপড় পাঠানো হয়েছিল। যারা এসব কাজ করে তারা ভীরু ও কাপুরুষ। সাহস থাকলে সামনে এসে কথা বলুক।
তিনি আরো বলেন, এসব নিয়ে ভয়ের কোনো কারণ নেই। প্রশাসন সতর্ক রয়েছে। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না।
হাকিম বাবুল/আরএস/এমএস/এমএফ