সেনাবাহিনীর উদ্যোগে গাছের চারা বিতরণ
বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধ করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় গুইমারা রিজিয়নের নামাঙ্কিত একটি করে ছাতাও বিতরণ করা হয়।
২৪ পদাতিক আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান পিএসসি, এনডিসি-জি বলেছেন, সেনাবাহিনী সকল সমালোচনা উপেক্ষা করেই পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক নাশকতায় সেনাবাহিনী নিজেদের জীবনবাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। 
সব ভালো কাজের সঙ্গে অতীতের ন্যায় সেনাবাহিনী আছে ও থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী মানুষের যেখানে প্রয়োজন সেখানেই যাবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।
বৃক্ষের চারা বিতরণকে প্রতীকী উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগী পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালোবাসতে হবে এবং রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান পিএসসি, জোনার স্টাফ অফিসার মেজর মো. শফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মমিউর রহমান ও মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটোসহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসএস/পিআর