চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৯ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গায় গড়াইটুপি মেলায় অশ্লীল নৃত্য, জুয়া ও লাকি কুপন লটারির প্রতিবাদে জেলা প্রশাসক সায়মা ইউনুস ও মেলার আয়োজক আওয়ামী লীগ নেতা শুকুর আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা ইউসুফ আলী বিশ্বাসের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি এ মামলা করেছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছাড়পত্র না নিয়েই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বিতর্কিত গড়াইটুপি মেলার অনুমোদন দিয়েছেন। ১৫ জুলাই থেকে অনুমোদন পাওয়া এ মেলা ২৪ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও মেলার আয়োজক চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ গ্রামের শুকুর আলী মেলা ৬০ দিন চলবে বলে পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করেছেন।

মেলায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে চলছে নারীদের অশ্লীল নৃত্য, জুয়া ও লটারি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেট মেলার সার্বিক দেখভালের জন্য নিয়োজিত রাখার কথা থাকলেও ম্যাজিস্ট্রেট থাকছেন ৩০ মিনিট বা এক ঘণ্টা।

তাই জনস্বার্থের কথা বিবেচনা করে চুয়াডাঙ্গা সদর উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক খাইরুল ইসলামের আদালতে জেলা প্রশাসক সায়মা ইউনুস ও মেলার আয়োজক সদর উপজেলার তিতুদহ গ্রামের আব্দুল লতিফের ছেলে শুকুর আলীর বিরুদ্ধে মেলা স্থায়ীভাবে বন্ধের জন্য মামলা করেছেন শফিকুল ইসলাম শফি। মঙ্গলবার বিচারক এ মামলার আদেশ জারি করবেন।

তবে মামলা প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার বাদী অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বলেন, জনস্বার্থে ও এলাকার পরিবেশ ঠিক রাখতেই মামলা করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এফএ/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।