বাউল আস্তানায় হামলা : আটক ৩ শিবির কর্মী


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৯ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী বাউল আস্তানায় হামলার ঘটনায় আরো তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাউল আস্তানার পাশে সেনেরহুদা ও উথলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার সেনেরহুদা গ্রামের নেপাল মণ্ডলের ছেলে শিবির কর্মী মো. কলিমোদ্দিন (৩৯), আনাম  আলীর ছেলে শফি (২৬) ও উথলী গ্রামের নাগর আলীর ছেলে ইলিয়াস হোসেন (২৫)।

হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে। তবে ঘটনার সময় নিখোঁজ হওয়া আস্তানার ভক্ত কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের বক্স মণ্ডলের এখনো সন্ধান পাওয়া যায়নি।
    
জীবননগর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী মুকুল হোসেনের বাউল আস্তানায় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালায়। ওই সময় দুই নারীসহ তিন ভক্ত গুরুতর আহত হন।  

সালাউদ্দীন কাজল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।