আদালত অবমাননা : ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৯ জুলাই ২০১৬

আদালত অবমাননার অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শিরীন কবিতা আখতার চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানকে এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ফৌজদারি বিবিধ পিটিশন- ৮৮/২০১৬ মামলার বাদী আব্দুল কাদেরের ছেলে রাজীব মিয়াকে মালয়েশিয়ায় ইলেকট্রিক মিস্ত্রির চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৪ লাখ টাকা দেয়ার পর গত ২৬ নভেম্বর রাজীব মিয়াকে ঢাকায় নিয়ে তিন মাসের ভ্রমণ ভিসা দিয়ে মানবপাচারকারীদের হাতে তুলে দেয়া হয়। রাজীবের খোঁজ জানতে গেলে আবার ২ লাখ টাকা দাবি করেন পাচারকারী জহুরুল ইসলাম।

গত ১০ এপ্রিল সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মরহুম নিয়ামত মণ্ডলের ছেলে আব্দুল কাদের মানবপাচারের অভিযোগ এনে ওই গ্রামের স্কুলপাড়ার মরহুম মঙ্গল মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম, জহুরুল ইসলামের ছেলে সামাদ আলী, মেয়ে নার্গিস বেগম, স্ত্রী সিপরান খাতুনের নামে মামলা করতে চাইলে সদর থানা পুলিশ মামলা নেয়নি।

পরে মামলার বাদী আব্দুল কাদের চুয়াডাঙ্গা মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা করলে আদালত ওই মামলাটি সদর থানায় নথিভুক্ত করার জন্য নির্দেশ দেন। কিন্তু তা অবমাননা করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক নথিভুক্ত করেননি।

এ ব্যাপারে আদালত কারণ দর্শানোর জন্য আদেশ দিলে তাও করেননি তিনি। এ কারণে আদালত পুলিশ সুপারকে এ নির্দেশ দেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, সোমবারের মধ্যে আদালতের নির্দেশ হাতে এসে পৌঁছেনি। মঙ্গলবার আদালতের নির্দেশ হাতে এসে পৌঁছলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আব্দুল কাদের বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ দমন আইনে ২০১২ এর ৬/৭/৮/৯/১০ ধারায় মামলা করেন।

সালাউদ্দিন কাজল/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।