ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষক নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ট্রাক্টরে জমি চাষ করার সময় ওই জমির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের একটি সার্ভিস লাইনের তার ছিড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই গ্রামের মৃত ইনছান আলীর ছেলে আব্দুল খালেক (৫৫) ও ঝুনু শেখের ছেলে তালেব আলী (৬০)।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে ঝিনাইগাতীর দুধনই গ্রামের তালতলা এলাকায় ট্রাক্টর নিয়ে জমি হালচাষ করতে যান দুই কৃষক। কিন্তু সেই জমির উপর দিয়ে বাঁশের খুঁটি দিয়ে নেওয়া একটি সার্ভিস লাইনের তার হটাৎ ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।
এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাকিম বাবুল/এফএ/পিআর