বাড়ি ফিরেছে মুন্সীগঞ্জের নিখোঁজ দুই মাদরাসাছাত্র
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মাদরাসাছাত্রসহ নিখোঁজ দুই তরুণ ফিরে এসেছে। এরা হলেন, উপজেলার সোনারং গ্রামের কাদের শিকদারের ছেলে আব্দুল ওয়াহিদ (১৮) ও তার বন্ধু ভোলার লালমোহন উপজেলার পারাগঞ্জ গ্রামের আবদুল আলীর ছেলে মো. আনাস (২২)।
টঙ্গীবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘ঢাকার সাভারের হেমায়েতপুর কওমি মাদরাসায় ভর্তি হওয়ার জন্য তারা শুক্রবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ থেকে রওনা হয়। পরে ঢাকার বাবুবাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর গোয়েন্দা পুলিশ তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের ছেড়ে দেয়। এরপর মঙ্গলবার রাতে তারা বাড়ি ফিরে আসে।
এআরএ/আরআইপি