শেরপুরে অস্ত্রসহ গ্রেফতার দুজন রিমান্ডে
শেরপুর সীমান্ত থেকে হাতবোমা, অস্ত্র-গুলিসহ গ্রেফতার দুই আদিবাসী সিস্টো মারাক (৪০) ও অনুকূল সাংমার (৪৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, রোববার সকালে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের বড় গজনী এলাকায় উলফা কমান্ডার রঞ্জন চৌধুরীর (বর্তমানে সাজাপ্রাপ্ত) বাড়ির কাছ থেকে একটি তাজা হাতবোমা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় ঝিনাইগাতী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়।
এ বিষয়ে শেরপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিঠু মিয়া বলেন, ওই দুই আদিবাসী অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিল। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেনেড ও অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত রোববার সকালে ঝিনাইগাতী সীমান্তের বড় গজনী এলাকায় একটি তাজা হাতবোমা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় সিস্টো মারাক ও অনুকূল সাংমাকে গ্রেফতার করা হয়।
হাকিম বাবুল/এএম/আরআইপি