তমামতলা ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভ
নাটোরের বাগাতিপাড়ায় তমামতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজ মাঠে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে তারা সমাবেশ করে কলেজ সরকারিকরণের দাবি জানায়।
সমাবেশে কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, প্রভাষক অরুন কুমার, প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হয়ে ১৯৯৬ সালে তমামতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ২০ বছরেও কলেজটি সরকারিকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে দারুণ হতাশ হয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সমাবেশ থেকে কলেজটিকে অতি দ্রুত সরকারিকরণের দাবি জানান বক্তারা।
রেজাউল করিম রেজা/এএম/পিআর