দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মাসিক সভায় বৃহস্পতিবার দুপুরে এ কথা জানান তিনি।
এ সময় সরকারদলীয় হুইপ বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এটা বিএনপি ও জামায়াতের সৃষ্ট জঙ্গিবাদী কর্মকাণ্ড। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতি আজ একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ।
তিনি বলেন, এক্ষেত্রে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তাদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ অবস্থানে থাকলে অবশ্যই স্বল্পতম সময়ের মধ্যে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, র্যাব-১৪ কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান।
এছাড়া সভায় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার বক্তব্য রাখেন।
হাকিম বাবুল/এএম/পিআর