লালমনিরহাটের দুই উপজেলা বিদ্যুৎহীন


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২১ জুলাই ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা গত ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে দুই উপজেলার মানুষ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সরবরাহ করা হবে তা স্পষ্ট করে বলতে পারছেন সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের লোকজন।

জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় ৩৩ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি খুঁটি হেলে পড়ে যায়। এতে জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তা মেরামত কাজ শেষ না হওয়ায় বিদ্যুতের অভাবে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। বিশেষ করে এসব উপজেলার হাসপাতালগুলোর অান্তঃবিভাগে চিকিৎসাধীন অনেক রোগী বিদ্যুতের অভাবে দুর্বিষহ সময় কাটাচ্ছে।   

এছাড়া দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা অনেক মূল্যবান ওষুধ ও জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে বলে জনিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বাসাবাড়ির ফ্রিজে রাখা অনেক খাবার নষ্ট হয়ে যাওয়ায় তা ফেলে দিচ্ছেন অনেকেই।

এদিকে গত ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ না পেয়ে বিপাকে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছে, বর্তমানে তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে লালমনিরহাট বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হাসনাত জানিয়েছেন, ৩৩ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত খুঁটি মেরামত কাজ চলছে। এটি মেরামত সম্পন্ন হলে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রবিউল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।